আমার বউ পরমার পরাজয় – পার্ট ৩
একটু পরেই পরমা দরজা দিয়ে বসার ঘরে ঢুকলো। বসার ঘরে আমাকে দরজার দিকে তাকিয়ে বসে থাকতে দেখে একটু যেন থমকে গেল ও। তারপর যেন কিছুই হয়নি এমন ভাবে আমাকে বললো “কি গো সদর দরজা হাট করে খুলে , লাইট ফাইট সব নিবিয়ে বসে রয়েছো কেন” ? আমি ওর প্রশ্নর উত্তর দিলাম না। মুখটা একটু বিকৃত করে ওকে জিগ্যেস করলাম “আগে বল বেড়ানো কেমন হল ? খুব মজা করেছো নিশ্চয়ই রাহুলের সাথে”। আমার দিকে একটু বিরক্ত মুখে তাকিয়ে ও বললো “তুমি কি এখুনি ঝগড়া শুরু করবে নাকি আমার সাথে ? আমাকে একটু জিরতে তো দাও”। আমি বললাম ঝগড়া ??? আমার কি সে সাহস আছে ???? আমি তো তোমাকে প্রশ্ন করতেও ভয় পাচ্ছি এখন ???? “ রঞ্জিত……প্লিজ। রাতে শোবার সময় কথা হবে , এখন আমাকে ছাড় ।     আমি খুব ক্লান্ত আর আমার খুব খিদেও পেয়েছে”।“আমি আর তোমাকে ধরে রাখাতে পারলাম কোথায় বল ?” একটু বিকৃত স্বরে আমি ওকে বললাম”।পরমা আমার কথার কোন উত্তর দিলনা। শুধু বললো “এই… আমি একটু বাথরুমে যাচ্ছি , তোমার ছেলে কোথায় ? নিশ্চই মিসেস সরকারের কাছে নিয়ে গেছে আয়াটা” ? তারপর বাথরুমের বন্ধ দরজার ভেতর থেকে আর কি সব যেন বললো ঠিক শুনতে পেলাম না। ও বাথরুম থেকে চানটান করে ফ্রেশ হয়ে বেরনোর পর আমি ওর স...