Posts

Showing posts from February 23, 2012

Journos' swarming in destroyed evidence: PM

Prime Minister Sheikh Hasina on Thursday said the presence of a large number of journalists at the house of Sagar Sarowar and Meherun Runi destroyed evidence of the killing. She urged the mediamen to refrain from crowding the crime scenes in the future for the sake of the investigation. The PM was speaking at a views exchanging meeting with her party leaders from Sylhet district unit at Gono Bhaban. Sagar Sarowar, news editor of private television channel Maasranga, and his wife Meherun Runi, a senior reporter of another private television channel ATN Bangla, were killed in their West Rajabazar flat on February 11. The premier appreciated journalists’ agitation demanding arrest and punishment of the killers of Sagar and Runi, saying such programmes will create awareness among the people. She however termed journalists' interviews of Mahir Sarowar Megh, son of the journalist couple, as “unexpected”. Hasina also urged journalists to help the...

কফি ডায়াবেটিসের ৩০ ভাগ ঝুঁকি কমায়!

Image
কফি পান ডায়াবেটিসের ঝুঁকি কমায় বলে দাবি করেছেন গবেষকেরা।  তাঁরা বলেন, যারা মাঝেমধ্যে কফি পান করেন বা একেবারেই করেন  না তাঁদের তুলনায় যাঁরা দিনে চার থেকে পাঁচ কাপ কফি পান করেন  তাঁদের ডায়াবেটিস-২-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম।                                                                 খবর ডেইলি মেইলের। জার্মানির ইউরোপিয়ান প্রসপেক্টিভ ইনভেস্টিগেশন ইনটু ক্যানসার  অ্যান্ড নিউট্রিশনের (ইপিআইসি) পরিচালিত গবেষণায় বলা হয়,  ক্যাফেইনযুক্ত বা ক্যাফেইনবিহীন কফি নিয়মিত কফি পান করলে  ডায়াবেটিসের ঝুঁকি ৩০ ভাগ ঝুঁকি কমে যায়। নতুন এ গবেষণাতে বলা হয়, কফি পান হূিপণ্ডের রোগ বা ক্যানসারের  ঝুঁকি বাড়ায় না। প্রতিষ্ঠানটি ৪২ হাজার ৬৫৯ জন মানুষের ওপর নয়  বছর ধরে গবেষণাটি পরিচালনা করে। তাদের মধ্যে এক হাজার  ৪৩২ জন ডায়াবেটিস-২, ৩৯৪ জন হূদরোগ, ৩১০ জন স্ট্রোক এবং...

প্রেমিকার জন্য ট্রেন ছিনতাই!

নববর্ষের উপহারে অভিনবত্ব আনতে গিয়ে জেলে যেতে হলো এক প্রেমিককে। ভারতের কাটিহারে কুরশিলা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। ২৪ বছর বয়সী ওই তরুণ প্রেমিকের নাম কেতন কুমার। প্রেমিকাকে নববর্ষের উপহার হিসেবে ‘ট্রেনের ইঞ্জিন’ দিতে চেয়েছিলেন ওই প্রেমিক। এই উদ্দেশ্যেই ইঞ্জিনের বগী ছিনতাই করতে চেয়েছিলেন তিনি। গত শুক্রবার রাতে কুরশিলা স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে থানাহাজতে রয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া জানায়, গত শুক্রবার রাতে কেতন কুমার আম্রপালি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁর পকেট থেকে অস্ত্র বের করে ট্রেনচালকের মাথায় ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন। শেষ পর্যন্ত অবশ্য সফল হননি তিনি। কুরশিলার রেল পুলিশ আটক করে তাঁকে। কাটিহার পুলিশের কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ওই তরুণ এখন বিবিএর ছাত্র এবং মাধেপুরার বাসিন্দা। তবে কে সেই প্রেমিকা? বিষয়টি জানতে গেলে তরুণটি কাটিহারের স্থানীয় এক সাংবাদিককে বলেন, কোনো অবস্থাতেই তিনি তাঁর প্রেমিকার নাম প্রকাশ করবেন না। courtesy-Prothom Alo http://www.prothom-alo.com/detail/date/2012-01-01/news/213226 ...