প্রেমিকার জন্য ট্রেন ছিনতাই!
 নববর্ষের উপহারে অভিনবত্ব আনতে গিয়ে জেলে যেতে হলো এক প্রেমিককে। ভারতের কাটিহারে কুরশিলা নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
২৪ বছর বয়সী ওই তরুণ প্রেমিকের নাম কেতন কুমার। প্রেমিকাকে নববর্ষের উপহার হিসেবে ‘ট্রেনের ইঞ্জিন’ দিতে চেয়েছিলেন ওই প্রেমিক। এই উদ্দেশ্যেই ইঞ্জিনের বগী ছিনতাই করতে চেয়েছিলেন তিনি। গত শুক্রবার রাতে কুরশিলা স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে থানাহাজতে রয়েছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানায়, গত শুক্রবার রাতে কেতন কুমার আম্রপালি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁর পকেট থেকে অস্ত্র বের করে ট্রেনচালকের মাথায় ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন। শেষ পর্যন্ত অবশ্য সফল হননি তিনি। কুরশিলার রেল পুলিশ আটক করে তাঁকে। কাটিহার পুলিশের কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ওই তরুণ এখন বিবিএর ছাত্র এবং মাধেপুরার বাসিন্দা।
তবে কে সেই প্রেমিকা? বিষয়টি জানতে গেলে তরুণটি কাটিহারের স্থানীয় এক সাংবাদিককে বলেন, কোনো অবস্থাতেই তিনি তাঁর প্রেমিকার নাম প্রকাশ করবেন না।
২৪ বছর বয়সী ওই তরুণ প্রেমিকের নাম কেতন কুমার। প্রেমিকাকে নববর্ষের উপহার হিসেবে ‘ট্রেনের ইঞ্জিন’ দিতে চেয়েছিলেন ওই প্রেমিক। এই উদ্দেশ্যেই ইঞ্জিনের বগী ছিনতাই করতে চেয়েছিলেন তিনি। গত শুক্রবার রাতে কুরশিলা স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে থানাহাজতে রয়েছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানায়, গত শুক্রবার রাতে কেতন কুমার আম্রপালি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁর পকেট থেকে অস্ত্র বের করে ট্রেনচালকের মাথায় ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন। শেষ পর্যন্ত অবশ্য সফল হননি তিনি। কুরশিলার রেল পুলিশ আটক করে তাঁকে। কাটিহার পুলিশের কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ওই তরুণ এখন বিবিএর ছাত্র এবং মাধেপুরার বাসিন্দা।
তবে কে সেই প্রেমিকা? বিষয়টি জানতে গেলে তরুণটি কাটিহারের স্থানীয় এক সাংবাদিককে বলেন, কোনো অবস্থাতেই তিনি তাঁর প্রেমিকার নাম প্রকাশ করবেন না।
 courtesy-Prothom Alo